SSC নিয়োগ দুর্নীতিতে মামলকারীদের নিজাম প্যালেসে ডেকে পাঠাল CBI

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/05/2022   শেষ আপডেট: 29/05/2022 8:12 p.m.
কলকাতা হাইকোর্ট

শুধু মামলাকারীরা নন, বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদেরও অনেককে ডেকে পাঠানো হচ্ছে

স্কুল সার্ভিস কমিশনের (SSC Fraud Case) নিয়োগ দুর্নীতিতে এবার মামলকারীদের নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই (CBI)। সূত্রের খবর আগামী তিন দিনের মধ্যে বেশ কিছু মামলাকারী নিজাম প্যালেসে যেতে পারেন। মামলকারীদের জিজ্ঞাসাবাদ করার সূত্রেই এই ডাক, বলে মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, নবম-দশম শ্রেণির নিয়োগে মামলাকারী ববিতা সরকার ও অনিন্দিতা বেরা এবং গ্ৰুপ-ডি নিয়োগে মামলাকারী সাবিনা ইয়াসমিনকে ডাকা হয়েছে নিজাম প্যালেসে।

সিবিআই সূত্রে খবর, মামলাকারীদের নথি ও তথ্য নিয়ে আসতে বলা হয়েছে।

জানা যাচ্ছে, সোমবার অনিন্দিতা ও সাবিনা নিজাম প্যালেসে যাবেন। বুধবার সেখানে যেতে পারেন ববিতা। মন্ত্রী কন্যা অঙ্কিতার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা ববিতার কাছ থেকে সবিস্তারে জানতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সূত্রে খবর এমনটাই। সিবিআই সূত্রে খবর, শুধু মামলাকারীরা নন, বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদেরও অনেককে ডেকে পাঠানো হচ্ছে।