"বাংলাদেশে গিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মোদি", কমিশনে যাওয়ার হুঁশিয়ারি মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/03/2021   শেষ আপডেট: 27/03/2021 7:04 p.m.
মোদী মমতা twitter@narendramodi

বাংলাদেশে এক বিশেষ সম্প্রদায়ের সাথে কথা বলছেন মোদি যা রাজ্যের ভোটকে প্রভাবিত করতে পারে

বাংলা বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে আজকে। মোট ৩০ টি বিধানসভা কেন্দ্রে এই নির্বাচন চলছে। কিন্তু এরই মাঝে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানালেন। তিনি আজ অর্থাৎ শনিবার খড়্গপুরের জনসভা থেকে বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নির্বাচন চলাকালীন বাংলাদেশকে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষদের সাথে বৈঠক করছেন। এতে রাজ্যের নির্বাচনে প্রভাব পড়তে পারে। তাই অবিলম্বে প্রধানমন্ত্রীর ভিসা ও পাসপোর্ট বাতিল করা হোক।" সেইসাথে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে।

আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল দুদিনের বাংলাদেশ সফরে গিয়েছেন। সেখানে তিনি আজকে বাংলাদেশের ওড়াকান্দিতে উপস্থিত হয়েছেন যা মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান বলা চলে। এদিকে বাংলা বিধানসভা নির্বাচনে কিছু অঞ্চলে ডিসাইডিং ফ্যাক্টর এই মতুয়া সম্প্রদায়। তাই মুখ্যমন্ত্রী আজ মোদির বাংলাদেশ সফর যাওয়ার তীব্র বিরোধিতা করেছেন। সেইসাথে তিনি বাংলাদেশ অভিনেতা ফেরদৌসের গতবছরের ঘটনা প্রসঙ্গে বলেছেন, "২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে এসেছিল বাংলাদেশের অভিনেতা ফিরদৌস। তখন বাংলাদেশ সরকার তার ভিসা পাসপোর্ট বাতিল করেছিল। আর এখন মোদি বাংলাদেশে গেলে কেন তার ভিসা পাসপোর্ট বাতিল হবে না?"