বিজেপিতে যোগ দিলেন সোনালী গুহ, সারলা মুর্মু, দীপেন্দু বিশ্বাস সহ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/03/2021   শেষ আপডেট: 08/03/2021 5:35 p.m.
তনুশ্রী চক্রবর্তী ও সোনালী গুহ Facebook

মুকুল রায় ও দিলীপ ঘোষের তত্বাবধানেই এদিন সদ্য বিজেপিতে যোগ দিয়েই পদ্মফুলের পতাকা তুলে "বন্দে মাতারম" ধ্বনি দেন সকলে

শুক্রবার শাসকদলের আসন্ন প্রার্থী তালিকায় একাধিক তারকাদের নামের হাট থাকলেও, টিকিট পাননি বহু কর্মীরাই। কাজেই ক্ষোভ রয়ে গিয়েছিল অনেকের মনেই। আর দলে থাকতে গেলে চাই 'টিকিট', নয়তো দল ছাড়ার গুঞ্জন তুলেছিলেন অনেকেই। তবে সেই কথাতে কান দেন নি মুখ্যমন্ত্রী। আর এরপরেই শনিবার সংবাদমাধ্যমকে সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহ স্পষ্ট জানিয়ে দেন, মুকুল রায়ের সাথে তাঁর কথা হয়েছে। তিনি শীঘ্রই বিজেপি যোগ দিতে চলেছেন। তবে বিজেপিতে যোগ দিলেও, নির্বাচনে দাঁড়াতে চান না বলেই জানিয়েছেন সোনালী গুহ।

কথা মতোই আজ বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এক ঝাঁক সদস্যরা। এমনকি তৃণমূলের হবিবপুরের প্রার্থী সরলা মুর্মুও যোগ দিলেন বিজেপিতে। উল্লেখ্য, টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়ে দীপেন্দু বিশ্বাস জানিয়েছিলেন, "প্রার্থী করা না হলেও আগে থেকে জানাতে পারত দল"। আর সেই ক্ষোভের রেশ ধরেই সোমবার এক বিজেপি নেতার বাড়িতে গিয়েছিলেন বলে সূত্রের খবর। আর সেই গুঞ্জন অনুযায়ী গেরুয়া শিবিরে নাম লেখালেন দীপেন্দু বিশ্বাস। এদিন বিজেপিতে যোগ দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। মুকুল রায় ও দিলীপ ঘোষের তত্বাবধানেই এদিন সদ্য বিজেপিতে যোগ দিয়েই পদ্মফুলের পতাকা তুলে "বন্দে মাতারম" ধ্বনি দেন সকলে।