করোনার নতুন স্ট্রেনে কার্যকর নয় কোভিশিল্ড, দাবি ব্রিটিশ জার্নালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/03/2021   শেষ আপডেট: 21/03/2021 3:39 p.m.

করোনার নতুন "দক্ষিণ আফ্রিকা" স্ট্রেন সংক্রমিত হচ্ছে বিশ্বজুড়ে

চলতি বছরের শুরুতে দেশ তথা বিশ্বজুড়ে বিভিন্ন করোনা ভাইরাস ভ্যাকসিন আসায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু সম্প্রতি নতুন করোনা ভাইরাস স্ট্রেন ব্যাপক পরিমাণে সংক্রমিত হচ্ছে। এরইমধ্যে ব্রিটেনের জার্নাল, "দা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন" দাবি করেছে যে অক্সফোর্ড অ্যস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রতিষেধক করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর নয়। কারণ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে কোভিশিল্ডের ২ টি ডোজ নেওয়ার পরেও নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৯২ শতাংশ মানুষ। আসলে ভাইরাস সময়ের সাথে তার চরিত্র বদলেছে। তাই অনেকেই মনে করছে যে চরিত্র বদলে নিলে কোভিশিল্ড কার্যকর হবে না।

এই প্রসঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এর ইউরোলজিস্ট দীপ্যমান গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "কোভিশিল্ড প্রতিষেধক ভাইরাসের শুধুমাত্র একটি স্পাইকের ভিত্তিতে বানানো হয়েছে। সেই কারণে ভাইরাস চরিত্র বদলালে প্রতিষেধকের কার্যকারিতা চলে যাবে এটা খুব স্বাভাবিক। কিন্তু ভারতের কো-ভ্যাক্সিন যেহেতু সম্পূর্ণ মৃত ভাইরাসের ওপরে তৈরি তাই নীতিগতভাবে এই টিকা নতুন স্ট্রেনের বিরুদ্ধে বেশি কার্যকর হবে। ভবিষ্যতে নতুন স্ট্রেন সংক্রমণ বাড়লে কোভিশিল্ড দেওয়া বন্ধ করতে হবে।"