৩৫ শতাংশ নম্বরেই মিলবে বিজ্ঞান বিভাগ, বছর নষ্ট না হতে নয়া সিদ্ধান্ত সংসদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/06/2022   শেষ আপডেট: 04/06/2022 8:05 p.m.
unsplash.com

চলতি বছর থেকেই একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল সুখবর।একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে এবার বাড়ানো হল আসন সংখ্যা। চলতি বছর থেকেই একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল। ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত, গতকাল প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। ৮৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এ বছরে। মাধ্যমিকে পাশ করা ছাত্র ছাত্রীদের যাতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে কোনও সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত সংসদের।

অন্যদিকে আরও একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এ বছর একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে গেলে ওই বিষয়গুলিতে নূন্যতম ৩৫ শতাংশ নম্বর পেতেই হবে।

স্বাভাবিকভাবেই সংসদের এই সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থীরা। চলতি বছরে পাশ করা মাধ্যমিক পরীক্ষার্থীরা, অষ্টম শ্রেণির পর আর স্কুলের মুখ দেখেনি কোভিডের জেরে। অনেকেই নানান সমস্যার মধ্যে দিয়ে পড়াশোনা করেছে, ফলত সেভাবে ভালো নম্বর পায়নি বহু পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে সিট বাড়ানোর সিদ্ধান্তে হাসি ফুটেছে বহু পরীক্ষার্থীর মুখে।