রেকর্ড গড়ে পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২ টায় ফল প্রকাশ হবে। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।
২৪ তারিখ ফল জানা গেলেও, মার্কশিট মিলবে ৩১ মে। প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। পরীক্ষায় বসেছে ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া।
এদিন, সোমবার টুইটারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, "আগামী ২৪ মে (বুধবার) বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ২০২৩ উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে পড়ুয়ারা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবে। আগামী ৩১ মে কাউন্সিল মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ডকপি দেবে।"