বোর্ডের পরীক্ষায় কম নম্বর পেলে আরেকবার পরীক্ষা দেওয়া যাবে, নয়া শিক্ষানীতি CBSE বোর্ডের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/03/2021   শেষ আপডেট: 31/03/2021 10:02 p.m.

চলতি বছরের মে মাসে বোর্ডের পরীক্ষায় CBSE এর নয়া শিক্ষানীতি প্রযোজ্য হবে

ছাত্র-ছাত্রীদের জন্য CBSE নতুন নিয়ম আনছে যার ফলে আর কম নাম্বার পাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না পড়ুয়াদের। এই নিয়মে দশম দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় কম নাম্বার পেলে সে আরেকবার পরীক্ষা দিয়ে বেশি নাম্বার পাওয়ার সুযোগ পাবে। এবার বেশি নাম্বার পাওয়া আর কঠিন কাজ রইল না। এতদিন অব্দি বোর্ডের পরীক্ষা খারাপ হলে সেই পড়ুয়াকে ওই নাম্বার নিয়ে খুশি থাকতে হতো। কিন্তু এখন একবার পরীক্ষা খারাপ হলে আরেকবার পরীক্ষা দিতে পারবে পড়ুয়া। জানা গিয়েছে নতুন শিক্ষানীতি অনুযায়ী, দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা কোন একটি বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। মূল পরীক্ষা শেষ হওয়ার পরেই প্রস্তাবিত এই কম্পার্টমেন্ট পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা। তারপর সেই বিষয়ে যেই পরীক্ষাটিতে ভালো নাম্বার এসেছে তা রেজাল্টে গণ্য করা হবে। এছাড়া কোন পড়ুয়া দুটির বেশি বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাইলে তাকে এক বছর অপেক্ষা করতে হবে। সে পরবর্তী বছরের সাথে সবকটি পরীক্ষা দিয়ে ভালো নাম্বার খুব সহজেই পেয়ে যেতে পারবে।

সম্প্রতি CBSE বোর্ডের তরফে পরীক্ষা কাঠামোর এই নতুন নিয়মের কথা বলা হয়েছে এবং এই নিয়মের ফলে পড়ুয়াদের বোর্ড বেশি নাম্বার পাওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে। চলতি বছরে মে মাসে যে বোর্ডের পরীক্ষা হবে সেটা থেকেই এই নতুন নীতি প্রযোজ্য হবে। ভোটের তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন নীতির ফলে আগামী দিনের পড়ুয়ারা ইংরেজি, বিজ্ঞান এবং অঙ্ক ইত্যাদি বিষয়ে আরো বেশি দক্ষ হতে পারবে।