অনলাইন ক্লাসের মাঝে অকথ্য গালিগালাজ অধ্যাপিকার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/04/2021   শেষ আপডেট: 27/04/2021 7:09 p.m.
খরগপুর আইআইটি facebook.com/IITKgp

খড়গপুর আইআইটি কলেজের অধ্যাপিকা ছিলেন তিনি

করোনাকালে গত বছর থেকেই স্কুল কলেজ ইত্যাদি বন্ধ হয়ে গেছে। চলছে অনলাইন মাধ্যমে পঠন পাঠন। তবে এবার অনলাইন ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীদের অকথ্য গালিগালাজ ছিল অধ্যাপিকা! শুনে আশ্চর্য লাগলেও, এটাই সত্যি। গত রবিবার খড়গপুর আইআইটি কনফেশন নামে ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয় এখানে স্পষ্ট শোনা যায় অনলাইন ক্লাস চলাকালীন ওই অধ্যাপিকা ছাত্র-ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছেন। এমনকি ছাত্র-ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়া এবং পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর নেটিজেনরা ওই অধ্যাপিকার ইস্তফার দাবিতে সরব হয়। তবে অধ্যাপিকা তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত আইআইটি খড়গপুরের অধ্যাপিকা সিমা সিং হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিষয়ের শিক্ষিকা। তিনি ওই ক্লাসে তপশিলি জাতি, উপজাতি এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ইংরেজির প্রিপারেটরি ক্লাস নিচ্ছিলেন। গালিগালাজ ছাড়াও ওই ভাইরাল ভিডিওতে অধ্যাপিকা ছাত্র-ছাত্রীদের ক্লাসের শেষে "ভারত মাতা কি জয়" বলার জন্য চাপ দিচ্ছিলেন। এছাড়া একজন ছাত্র তার দাদু শেষকৃত্যের জন্য ছুটি চাইলে তিনি তা নাকচ করে বলেন, "আমি নিজেও হিন্দু। শেষকৃত্যের অনেক নিয়ম থাকে কিন্তু করোনাকালে কিছু মানা হচ্ছে না। ছুটি দেওয়া সম্ভব নয়।"