রাতারাতি অদৃশ্য হয়ে গেল স্কুল

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 04/12/2020   শেষ আপডেট: 04/12/2020 3 a.m.

পিছনে রয়েছে প্রোমোটার চক্র, সন্দেহ এলাকাবাসীর

আচমকা গায়েব হয়ে গেল ছাত্রবন্ধু প্রাথমিক বিদ্যালয়৷ ঘটনা মালদহ জেলার ১০ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকার৷ বাসিন্দাদের হঠাৎ চোখে পড়ে, প্রায় তিন কাঠা জমির ওপর তৈরি স্কুলবাড়িটি রাতারাতি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ ঘটনায় প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়৷

জানা গেছে, ৬১ বছরের পুরনো এই স্কুলটিতে ছাত্রসংখ্যা বর্তমানে ৪০, শিক্ষক দু’জন৷ লকডাউনের পর থেকে বন্ধই ছিল স্কুলটি৷ শিক্ষকরা স্কুল ভাঙার খবর জেলা স্কুল পরিদর্শককে জানিয়েছেন৷ পরিদর্শক অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার থানায়৷

এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেছেন, ভাঙন ধরা স্কুলবাড়িটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি৷ ঝোপ–ঝাড়ে ভরা, সাপের আস্তানা স্কুলটি এমনিই ভেঙে পড়েছে৷ যদিও এলাকাবাসীরা তা মানতে রাজি নন৷ তাঁদের অনেকেরই সন্দেহ, এই ঘটনার পিছনে প্রোমোটার চক্রের হাত আছে৷

স্কুল পরিদর্শক স্কুল ভাঙার কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি৷