বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা ফিনল্যান্ডে

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 29/10/2020   শেষ আপডেট: 04/04/2021 6:04 a.m.

যেখানে প্রতিযোগিতা নয়, সহযোগিতাই মূলমন্ত্র

শিক্ষার ক্ষেত্রে গোটা দুনিয়ার মধ্যে ফিনল্যান্ডের নাম দীর্ঘদিন ধরেই সামনের সারিতে৷ বছর একুশ আগে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা ‘প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেসমেন্ট’–এ ফিনল্যান্ডের ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছিল৷ সেই থেকে শিক্ষানুরাগী মানুষের নজর ফিনল্যান্ডের দিকে৷ ২০০৮–এর বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দায় কিছুটা ধাক্কা খেলেও আজও ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ থেকে শুরু করে নানা প্রখ্যাত সংস্থার বিচারে ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা দুনিয়ার অন্যতম সেরা৷

কী করে এই দেশটি এত বছর ধরে রেখেছে বিশ্বসেরার শিরোপা?

বিশেষজ্ঞদের মতে, ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থায় প্রতিযোগিতা নয়, সহযোগিতাই হল মূলমন্ত্র, যার লক্ষ্য ন্যায়বিচার ও সমদর্শিতার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা৷ এই ব্যবস্থার কয়েকটি দিক তুলে ধরেছেন তাঁরা:

  • ফিনল্যান্ড মনে করে, প্রকৃত বিজয়ীরা কখনও প্রতিযোগিতা করে না৷ তাই অন্য দেশের মতো সেখানে নিছক নম্বরের দৌড়ে মেরিট–লিস্টে নাম তোলার জন্য ছাত্রছাত্রীদের আকুলতা নেই, নেই দেশের স্কুলগুলি বা শিক্ষকদের মধ্যে সেরা হওয়ার দৌড়ও৷
  • পড়াশোনার চাপে ছেলেমেয়েদের জীবন থেকে যাতে আনন্দ উবে না যায়, ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার কড়া নজর রয়েছে সেদিকে৷ স্কুলের পরিবেশে সমদর্শিতার খোলা হাওয়া বইতে দেওয়া হয়৷ সামাজিক বৈষম্য দূর করতে ছাত্রছাত্রীদের বিনামূল্যে দুপুরের খাবার দেয়, নিখরচায় শরীরস্বাস্থ্য ও মনের যত্ন নেয় স্কুল৷ প্রতিটি শিক্ষার্থীর দিকে আলাদা মনোযোগ থাকে শিক্ষকের৷
  • ফিনল্যান্ডে পড়াশোনা পরীক্ষাকেন্দ্রিক নয়৷ কারণ পরীক্ষায় নম্বর তোলাই ধ্যানজ্ঞান হলে প্রকৃত শিক্ষার স্বাদ মেলে না৷ কে কতটা শিখেছে, প্রত্যেক শিক্ষার্থীর দিকে আলাদা করে নজর দিয়ে তা বুঝে নেন শিক্ষক৷

  • ফিনল্যান্ডে শিক্ষক হওয়ার যোগ্যতামান খুব উঁচু৷ খারাপ কিছু হলেই শিক্ষকদের দোষী ঠাওরানোর যে রীতি রয়েছে বহু দেশে, ফিনল্যান্ডে তা নেই৷ সেদেশের প্রখ্যাত শিক্ষাবিদ পাসি সাহলবার্গের কথায়, শিক্ষকদের রয়েছে দায়িত্ববোধ, তাই তাঁদের কাছে কৈফিয়ৎ চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷

  • অনেক স্কুলে একজন শিক্ষকই একটানা কয়েক বছর পড়ান৷ এতে ছাত্রছাত্রীদের আপনজন হয়ে ওঠেন তিনি৷ ছাত্রদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মিশে, তাদের ভাল–মন্দের সঙ্গে জড়িয়ে থেকে শিক্ষক হয়ে ওঠেন যথার্থ অভিভাবক, জীবনসমুদ্রে লাইটহাউস৷
  • পড়াশোনার চাপ নেই ফিনল্যান্ডের ছাত্রছাত্রীদের৷ লেখাপড়ার মাঝে খেয়ালখুশি মেটানো, খেলাধূলার অবাধ সুযোগ থাকে তাদের৷ শিক্ষকদের জন্যও রয়েছে চাপমুক্ত হয়ে কাজ করার সুযোগ৷

এভাবেই আনন্দময় ও বন্ধুত্বমূলক পরিবেশে পড়াশোনা শিখে দেশের ছেলেমেয়েদের সচেতন ও ন্যায়পরায়ণ মানুষ হয়ে ওঠার সবরকম সুযোগ দেয় ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা৷ মজার কথা, অন্য দেশের মতো সেরা হওয়ার মরণপণ প্রতিযোগিতায় সামিল না হয়েই ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা হয়ে উঠেছে পৃথিবী–সেরা শিক্ষাব্যবস্থা৷