সিবিএসই পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা সিবিএসই এর, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/04/2021   শেষ আপডেট: 09/04/2021 5:39 a.m.
cbse.gov.in

ছাত্র-ছাত্রীদের পরীক্ষা বাতিল করার দাবির পরিপ্রেক্ষিতে জবাব বোর্ডের

আগের বারের মতো এবারেও করোনা ভাইরাসের পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করার একটি হ্যাশট্যাগ টুইটারে জনপ্রিয় হয়ে উঠেছে। সিবিএসসি বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা দাবি জানাচ্ছেন, যেন তাদের পরীক্ষা অনলাইনে নিয়ে নেওয়া হয়। টুইটারে এই নিয়ে বেশ কিছু হ্যাশট্যাগ তৈরি হয়েছে যেগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, এই সমস্ত বিক্ষোভ একেবারেই গুরুত্ব দিতে নারাজ সিবিএসই। তারা সাফ জানিয়ে দিয়েছে, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে কোনোরকম অসুবিধা হবে না কারণ এখানে সমস্ত রকম করোনা গাইডলাইনস মানা হবে। ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কোন সম্ভাবনা নেই।

সিবিএসই বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মী বললেন, ছাত্র-ছাত্রীদের সুরক্ষা সঙ্গে শুধু করার জন্য বোর্ড বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই ৪০ থেকে ৫০ শতাংশ এক্সাম সেন্টার বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি করোনাভাইরাস এর পরিস্থিতি সঙ্গে মোকাবিলা করার জন্য পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটি স্টাফ নিজেদেরকে স্যানিটাইজ করবে। বর্তমানে ভারতে করোনাভাইরাস এর পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। প্রতিদিন প্রায় লাখের উপরে মানুষ এই নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমত পরিস্থিতিতে, change.org পরীক্ষা বাতিল করা নিয়ে একটি আরজি ভাইরাল হচ্ছিলো। তার পরিপ্রেক্ষিতেই এদিন সিবিএসই তাদের রায় জানিয়ে দিল।