শালবনিতে নদীর ধার থেকে উদ্ধার দৃষ্টিহীন যুবকের মাথা থেঁতলানো মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/12/2021   শেষ আপডেট: 13/12/2021 5:11 p.m.

বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরেই খুন বলে মনে করছেন মৃতের আত্মীয়রা

পারাং নদীর ধার থেকে উদ্ধার দৃষ্টিহীন যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) শালবনিতে (Shalboni)। ঘটনার তদন্তে নেমে দুজনকে আটক করেছে পুলিশ। সন্দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra-marital affair) জেরেই খুন (murder) করা হয়েছে যুবককে।

সূত্রের খবর, আজ সকালে শালবনির শিরশি গ্রামের বাসিন্দা বছর ২৫-এর সনাতন হেমব্রমের মৃতদেহ স্থানীয় পারাং নদীর ধারের জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মৃতদেহের মুখ এবং মাথা ভারী কোনও বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। মৃতদেহটি দেখতে পেয়েই পুলিশে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে সনাতনের দেহ উদ্ধার করে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সনাতনের খুড়তুতো ভাই সূর্য জানিয়েছেন, তাঁর ভাইয়ের দৃষ্টিশক্তি কম ছিল। পাশাপাশি এক বিবাহিত মহিলার সাথে সম্পর্কও ছিল তার। বিষয়টি নিয়ে এর আগে অশান্তিও হয়েছে। তবে তখন সেই ঘটনা মিটে যায়। যদিও খুনের পিছনে ঘটনাটির যোগসাযোস থাকতে বারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন মৃতের ভাই। মৃতের কাকার বক্তব্য, সনাতন আলাদা বাড়িতে থাকত। রবিবার রাত্রিবেলায় খাবার খেয়ে সে বাড়িতে শুতে গিয়েছিল। এর পরেই কোনও এক সময়ে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (postmortem) জন্যও পাঠিয়েছেন তাঁরা।