জম্মুতে সেনা প্রশিক্ষণ চলাকালীন বন্দুকের ব্যরল ফেটে নিহত বাংলার বীর-তরুণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/02/2021   শেষ আপডেট: 24/02/2021 8:50 a.m.

সায়নের অকালমৃত্যুতে বাকরুদ্ধ কাঁচরাপাড়ার পরিবার

অনেক স্বপ্ন নিয়ে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে বাড়ির অমতেই ২০১৯ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ার বাসিন্দা সায়ন ঘোষ। জম্মুর আখনুরে প্রশিক্ষণ চলাকালীনই আকষ্মিক দুর্ঘটনায় প্রাণ দিলেন বাংলার বীর তরুণ। ট্রেনিংয়ের সময় সহসাই সজোরে বন্দুকের ব্যরল ফাটে। প্রচন্ড বিষ্ফোরণে ওই ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সায়ন।

পরিবার সূত্রে জানা গেছে, এই যোগদানে অনেক অমত ছিল পরিবারের। সায়নের বাবা বিএসএফ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন আর তা থেকেই সায়নেরও মনেও সেই ইচ্ছাই নিজের লক্ষ্য বানিয়ে ফেলে নিজেই। এতে বাবাও বাধা দিয়েছিলেন। গতকাল ছেলের এই মৃত্যুর খবরে বাক হারিয়েছে পরিবার। এখন দেহ ফেরার অপেক্ষায় প্রহর গুনছে শোকস্তব্ধ পরিবার।