মমতাকে আটকাতে উপনির্বাচন দেরি করবে নির্বাচন কমিশন, বিস্ফোরক যশবন্ত সিনহা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/06/2021   শেষ আপডেট: 05/06/2021 7:21 p.m.
মমতা যশবন্ত twitter.com/YashwantSinha, /MamataOfficial

যশবন্ত সিনহা প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা রাখলেও শেষ পর্যন্ত ভোটের ফলে বিজেপি (BJP) মুখ থুবড়ে পড়েছিল। বিপুল মার্জিনে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে মমতা সরকার। কিন্তু নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে কিছুমাত্র ভোটে হেরে যান। কিন্তু তিনি শপথ গ্রহণ করে তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তাই নিয়মমাফিক আগামী ৬ মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই জোর প্রস্তুতি চলছে উপনির্বাচনের। মমতার প্রিয় ভবানীপুর কেন্দ্র থেকে উপ নির্বাচনে দাঁড়াবেন তিনি। কিন্তু এর মাঝেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা (Yashwant Sinha)।

টুইটে যশবন্ত সিনহা একটি "ছোট পাখির" কথা উদ্ধৃত করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি লিখেছেন, "তাঁর কাছে খবর এসেছে যে আগামী ৬ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে যাতে না বিধানসভায় আসতে পারেন তার চেষ্টা করছে নির্বাচন কমিশন। তারা কোনোভাবেই আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে না। কারণ নন্দীগ্রামে হারার ৬মাসের মধ্যে ভোটে জিতে না আসতে পারলে মুখ্যমন্ত্রী হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।" নির্বাচনের মাঝেও একাধিকবার তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল। এবার আবারও যশবন্ত সিনহা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। প্রসঙ্গত, উপ নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক আসন থেকে ইস্তফা দিয়েছেন। সেই জায়গায় উপনির্বাচনে প্রার্থী হবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।