জলপাইগুড়িতে রেললাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/03/2022   শেষ আপডেট: 10/03/2022 10:33 a.m.

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আর্থিং না করে কাজ করার জন্যই ঘটেছে এই দুর্ঘটনা

রেললাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (death) হল এক ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায়।

সূত্রের খবর, এদিন সকাল আটটা নাগাদ ডাম্পিং গ্রাউন্ডে বিদ্যুতের কাজ করতে আসেন তিনজন। আচমকাই সেখানে বিকট আওয়াজ হয়। কর্মরত তিন শ্রমিক নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত হন বাকি দুজন। মৃতের নাম নিসাকর চন্দ্র কুমার। দুই আহতের নাম অবিনাশ কুমার এবং অনিল কুমার সিং।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছান পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আর্থিং না করে কাজ করার ফলেই ঘটেছে এমন দুর্ঘটনা।