বিজেপির কি লক্ষ্মী-লাভ? শমীকের কথায় তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2021   শেষ আপডেট: 11/01/2021 6:07 a.m.
facebook.com/OfficialLaxmiRatanShukla

‘সব কথা প্রকাশ্যে বলা যায়না’— মন্ত্রীত্বে পদত্যাগ করে লক্ষীরতন

তৃণমূলের সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে বৃহস্পতিবার মন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দিলেন লক্ষীরতন শুক্লা। আর এই ইস্তফার পরেই হেস্টিংসে বিজেপির সদর দপ্তর থেকে শমীক ভট্টাচার্যের করা মন্তব্যে লক্ষীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এইদিন শমীক বলেন, “উনি তো অলরাউন্ডার। তৃণমূলের পিচে ভালো ব্যাট করতে পারছিলেন না। এখন তৃণমূলের বিরুদ্ধে বল করতেই পারেন। আমি তো শুনছি বিশ্রাম শেষে সৌরভ এবং লক্ষীরতন একসাথে প্র্যাকটিসে নামবেন।”

শমীক ভট্টাচার্যের কথায় যথেষ্ট ইঙ্গিত থাকলেও মন্ত্রীত্ব ছাড়ার সময় করা সাংবাদিক সম্মেলনে লক্ষীরতন বলেন, “আমি ক্রীড়া জগতের লোক। সেখানেই থাকতে চাই। সেখানেই আরও আরও কাজ করতে চাই। গত চার মাসে যেটা একদম করিনি সেটা হলো রাজনীতি। এখনও বিধায়ক আছি। মানুষের সাথে কাজ করবো। কিন্তু রাজনীতি থেকে আপাতত দূরত্ব বজায় রাখছি। কেন কি কারণ এসব প্রকাশ্য বলা যায়না।”

লক্ষীর কথায় ‘আপাতত’ শব্দটি এবং শমীক ভট্টাচার্যের কথা সবটা মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলেও লক্ষীরতন জানান, “আমি রাজনীতি থেকে দূরে যাচ্ছি মানে অন্য দলে যোগ দিচ্ছি তেমন নয়।”

তবে বাংলা রাজনীতির যা অবস্থা— কখন কি ঘটে যায় কিছুই বলার উপায় নেই এক্ষুনি!