৪ দফা নির্বাচন বাকি, তার আগেই জোর কদমে ভোটগণনার প্রস্তুতি শুরু পশ্চিম মেদিনীপুরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2021   শেষ আপডেট: 17/04/2021 4:11 a.m.
ইভিএম -

ভোটগণনার কাজ একেবারে নির্ভুল করার লক্ষ্যে কোমর বেঁধে নেমে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

রাজ্যে আরো ৪ দফা নির্বাচন বাকি রয়েছে। কিন্তু তার মধ্যেই এবারে পশ্চিম মেদিনীপুর জেলার ভোট গণনার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কাজ জোরকদমে শুরু করে দিলো পশ্চিম মেদিনীপুর প্রশাসন। জেলা নির্বাচন দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী ২০ এবং ২৮ তারিখ গণনাকারীদের প্রশিক্ষণ এর দিন নির্ধারণ করা হয়েছে এবং মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে ২৭ তারিখ। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ওই প্রশিক্ষণের জন্য চিঠি দেওয়া শুরু করে দিয়েছেন জেলা নির্বাচন দফতরের কাছে। জেলায় মেদিনীপুর কলেজে ৩টি, কলেজিয়েট স্কুলে ১টি, খড়গপুর মহকুমায় কেন্দ্রীয় বিদ্যালয়ে ৮টি, এবং ঘাটাল মহকুমার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে।

জেলা নির্বাচন দপ্তর জানাচ্ছে, এই গণনার কাজের জন্য নিয়োগ করা হয়েছে ৩৩২জন কাউন্টিং সুপারভাইজার, ৪৪৫ জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, ৩৫০ জন মাইক্রো অবজারভার। প্রশিক্ষণের দিন গণনাকারীদের জানিয়ে দেওয়া হবে তারা কোন কোন বিধানসভা কেন্দ্রের ভোট গণনার কাজটি করবেন। সেই সঙ্গে কোন কোন টেবিলের দায়িত্বে তারা থাকবেন তা সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে সেই দিনকেই। ২মে ভোট গণনা এবং সেই দিন প্রতিটি গণনা কেন্দ্রের দুটি করে রুমের ১৪ টেবিলে গণনা চলবে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। করোনাভাইরাসের কারণে জেলায় বুথের সংখ্যা বাড়ানো হয়েছে ১১০৮টি। তার দরুন এইবারে মোট নির্বাচনী বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৯৮টি। ফলে এবারে বিধানসভা ভিত্তিক বুথের নিরিখে ৩৯৩ রাউন্ডে গননা প্রক্রিয়া চালাবে নির্বাচন কমিশন।