Weather Update : রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস! অকাল বর্ষণে মাথায় হাত চাষীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/02/2022   শেষ আপডেট: 08/02/2022 8:13 a.m.
instagram.com/street_licious_

আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশার পূর্বাভাস উত্তরবঙ্গে

রাজ্যের (West Bengal Weather Update) সমস্ত জেলাতেই গত দুদিনে তাপমাত্রা কমেছে বেশ খানিকটা। এরই মধ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি (Rain in West Bengal)। আলিপুর আবহাওয়া দপ্তর (alipore weather office) সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই আবারও বৃষ্টিতে ভিজবে বাংলা। বাড়বে রাতের তাপমাত্রাও। সঙ্গে থাকবে উত্তরে হাওয়াও। তবে বুধবার পর্যন্ত অর্থাৎ আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস সূত্রের খবর, বৃষ্টির প্রকোপ থেকে বেরিয়ে শুক্রবার থেকে বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে রয়েছে কুয়াশার পূর্বাভাস।

বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য বেশি থাকলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। রাজ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জেরেই, এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অকাল বর্ষণে কার্যত মাথায় হাত চাষীদের।