বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কবে থেকে ভারী বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/07/2023   শেষ আপডেট: 05/07/2023 10:23 p.m.
instagram.com/street_licious_

বৃষ্টিপাত হলেও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি

রাজ্যে বর্ষা ঢুকলেও ঘাম থেকে মুক্তি নেই রাজ্যবাসীর। বিকেলের দিকে কয়েক পশলা বৃষ্টি হলেও, রোদের তীব্র দাবদাহের নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ।

উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে গরম। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওড়িশা সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর এই ঘূর্ণাবর্ত তৈরি হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে।

যদিও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তথা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

তবে বৃষ্টিপাত হলেও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি।