৭২ ঘণ্টার মধ্যে লোকাল ট্রেন চলতে চলেছে বাংলায়?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/11/2020   শেষ আপডেট: 17/11/2020 2:40 a.m.
-

রাজ্য-রেল বৈঠকে নেওয়া হলো একাধিক সিদ্ধান্ত

রাজ্যে বারবার লোকাল ট্রেন চালানো নিয়ে বিক্ষোভ জানাচ্ছেন সাধারণ মানুষ। এর আগে রেল কর্তৃপক্ষ নিজে রাজ্যকে ট্রেন চালানোর ব্যাপারে আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছিলো। তখন সেই চিঠির কোনো জবাব দেওয়া হয়নি রাজ্যের তরফে। কিন্তু এই বাড়তে থাকা যাত্রী অসন্তোষের জেরেই লোকাল ট্রেন বিষয়ে আজকের রাজ্য রেল বৈঠক। বৈঠকে উঠে এলো অনেক বিষয়:

  • থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশন বিষয়ে জোর দেওয়া হবে।
  • ১২০০ আসনের ট্রেনে ৬০০ যাত্রী বসানোর পরিকল্পনা চলছে।
  • খুব সম্ভবত থাকতে চলেছে ই-পাস।
  • এই মুহুর্তেই ১০০ শতাংশ ট্রেন চলবে না। এক্ষুনি ৭২ ঘণ্টার মধ্যে ১০ শতাংশ ট্রেন চলতে আগ্রহী রেল। আরও ২৫ শতাংশ ট্রেন চলবে কালী পুজোর পর।
  • খুব সম্ভবত হাওড়া থেকে ৫০ টি এবং শিয়ালদহ থেকে ১০০ টি ট্রেন চলবে প্রাথমিকভাবে।
  • সব স্টেশনে দাঁড়াবে না এই ট্রেনগুলি।

আগামী ৫ নভেম্বর আরেকটি বৈঠক করে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল এবং রাজ্য।