কামারশালের আড়ালে দিনেদুপুরে চলছে অস্ত্র ব্যবসা, পুলিশি জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/06/2021   শেষ আপডেট: 04/06/2021 8:16 a.m.

ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ

বাইরে থেকে দেখে মনে হচ্ছে কামার শালের ব্যবসা চলছে কিন্তু আদতে চলছে অস্ত্রের ব্যবসা। এরকমই একটি বেআইনি অস্ত্র কারখানার সন্ধান মিলল আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া গ্রামে। ওই অস্ত্র কারখানা থেকে ইতিমধ্যেই পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মিলেছে একটি একনলা বন্দুক এবং এক রাউন্ড গুলি। পুলিশ জানাচ্ছে বেশ কিছুদিন ধরে এই বেআইনি অস্ত্র কারবার করে আসছে এই সমস্ত দুষ্কৃতীরা। মাদারিহাট এর রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা সঞ্জয় সাহা নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আপনি অস্ত্র এবং গুলি উদ্ধার করে।

তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। তার সঙ্গে খয়েরবাড়ির বাসিন্দা মেঘরাক তামাং এবং লঙ্কা পাড়ার বিকাশ রাইকে গ্রেফতার করা হয়েছে। তবে এই তিনজনকে গ্রেফতার করার পরে আরও একজনের নাম উঠে এসেছে তালিকায়। তার নাম রুস্তম বিশ্বকর্মা এবং তিনি একটি কামার শালার মালিক। তাকেও আটক করা হয়েছে বলে খবর। প্রাথমিক তদন্তে জানা গেছে, একসময় রুস্তমের বাবা ভুটানে অস্ত্র তৈরির কারখানায় কাজ করতেন। বাবার কাছ থেকে এই অস্ত্র বানানোর কৌশল শিখেছিলেন রুস্তম। বেশ কিছুদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেছে এবং গুলি চালানো হয়েছে। অবশেষে এতদিনের চেষ্টায় পুলিশ সেই সমস্ত ঘটনার পিছনের আসল ব্যক্তিকে পাকড়াও করতে পেরেছে। যদিও এই কাজে আর কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।