"পশ্চিমবঙ্গে NRC দরকার" বনগাঁয় শান্তনু ঠাকুরের সম্বর্ধনা সভায় সওয়াল শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/08/2021   শেষ আপডেট: 20/08/2021 9:16 a.m.
-

সভায় অনুপস্থিত দলের নেতা-বিধায়ক, বাড়ছে জল্পনা

নরেন্দ্র মোদীর (Narendra Modi) নয়া ক্যাবিনেটের সদস্য হয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পেয়ে সবেমাত্র বনগাঁয় ফিরেছেন তিনি। তাঁকে সম্বর্ধনা জানাতে বৃহস্পতিবার বনগাঁ শহরের মতিগঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি (BJP)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরকে এলাকার 'কৃতি সন্তান' বলে উল্লেখ করেন। পাশাপাশি এ রাজ্যে যে এনআরসি (NRC) প্রয়োজন সেই বিষয়টিও তুলে ধরেন। বিরোধী দলনেতার এ হেন মন্তব্যে স্বাভাবিকভাবেই নানা মহল থেকেই প্রশ্ন তৈরি হয়েছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন নাগরিকত্ব সংশোধনী আইন আপাতত কার্যকর হবে না, অন্যদিকে বিরোধী দলনেতার এ কথায় বিতর্ক তৈরি হয়েছে। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন, "এটা দলের কথা নয়, এটি আমার ব্যক্তিগত কথা। পশ্চিমবঙ্গে এনআরসিটা দরকার। হিমন্ত বিশ্বশর্মা যা যা করছেন, পশ্চিমবঙ্গেও তাই তাই দরকার। তা নাহলে এটি দ্বিতীয় বাংলাদেশ হবে।"

অন্যদিকে এদিনের সভায় কয়েকজন নেতা-বিধায়ককে দেখা গেল না। অনুষ্ঠানে আসেননি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব, বাগদার বিধায়ক তথা সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, দলের বনগাঁ পৌর মণ্ডলের (উত্তর) সভাপতি শোভন বৈদ্য- সহ জেলা নেতৃত্বের অনেকেই। কারণ হিসেবে কেউ জানাচ্ছেন 'অসুস্থ', আবার কেউ 'বাইরে আছেন'। আবার কেউ কেউ জানাচ্ছেন এদিনের অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। যদিও বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে দলের অন্দরে। এই ঘটনা প্রথম নয়। গত মাস খানেকের মধ্যে দলের বেশ কিছু অনুষ্ঠানে এই নেতাদের গরহাজির দলের গোষ্ঠী কোন্দলের কথাই স্পষ্ট করছে, মনে করছেন ওয়াকিবহাল মহল।

এদিনের সভায় মতুয়া সম্প্রদায়ের মানুষের যথেষ্ট ভিড় ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মতুয়াদের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর না থাকলে সব ধর্মান্তকরণ হয়ে যেত। এটা আমি বলছি না, ইতিহাস তাই বলে। এর পাশাপাশি সীমান্ত এলাকায় কী ধরণের অসামাজিক কাজকর্ম চলে তা সবাই জানে। কারা এইসব কাজের সঙ্গে যুক্ত তা-ও সবার কাছেই স্পষ্ট। ভোট পরবর্তী হিংসা নিয়েও তিনি বলেন, হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। রাজ্যে আজ বা কাল বিজেপি সরকার তৈরি হবে।