শিক্ষাক্ষেত্রে নয়া স্বীকৃতি, স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছে পশ্চিমবঙ্গ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/05/2022   শেষ আপডেট: 26/05/2022 6:46 p.m.
নবান্ন - নিজস্ব চিত্র

২০২১ সালে Skoch State of Governance Report-এ শীর্ষে থাকার জেরে স্কচ অ্যাওয়ার্ড পাবে রাজ্য

শিক্ষাক্ষেত্রে নয়া স্বীকৃতি। ২০২১ সালে Skoch State of Governance Report-এ শীর্ষে থাকার জেরে ফের স্কচ অ্যাওয়ার্ড (Skoch Award) পাচ্ছে রাজ্য। আগামী ১৮ জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যকে। জানা গিয়েছে, ২০২১ সালের কাজের ওপর ভিত্তি করেই 'Star of Governance SKOCH' পুরস্কার দেওয়া হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে এসে গিয়েছে আমন্ত্রণ পত্র।

উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যে এই শিক্ষা দফতরকে কেন্দ্র করেই উঠেছে নানা অভিযোগ। ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দু বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার মধ্যেও শিক্ষাক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড অনন্য নজির গড়ল।

রিপোর্টে উল্লেখ, করোনার জন্য যখন প্রায় দেড় বছর স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, তখনও রাজ্যের পড়াশোনার মান বেড়েছে। যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও কর্মীরা। ‘স্কচ’ পুরস্কার (Skoch Award) প্রাপ্তি তারই স্বীকৃতি।