Covid Update : উদ্বেগে উত্তর চব্বিশ পরগনার কোভিড গ্রাফ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/01/2022   শেষ আপডেট: 28/01/2022 8:28 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন

ফের উদ্বেগে রাজ্যের (West Bengal Covid Update) কোভিড গ্রাফ। মৃতের সংখ্যা কমলেও, গত চব্বিশ ঘণ্টায় বাড়ল দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। যা গতকালের চেয়ে বেশি। রীতি মেনেই সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। এরপরেই আছে উত্তর চব্বিশ পরগনা। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় মোট ৪৮১ জন করোনাক্রান্ত হয়েছেন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমিত ৪৩৮ জন।

আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৬৭ জন। তবে রাজ্যে কমল মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। এর মধ্যে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনাতে মৃত্যু হয়েছে ন'জনের। কাজেই, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৫১৫ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়াও গত চব্বিশ ঘণ্টায় ৪ লক্ষ ৬৯ হাজার ৯৬৯ জন টিকা নিয়েছেন।