By-Election Result: দুই কেন্দ্রেই ব্যবধান বাড়িয়ে এগিয়ে তৃণমূল, বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামেরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/04/2022   শেষ আপডেট: 16/04/2022 10:38 a.m.
-

"আগের দলের হয়ে ২ গোল করলে এখন ১০ গোল করব" বাবুল সুপ্রিয়

দুই উপনির্বাচনের (By-Poll) ফলাফল ঘিরে রীতিমতো টক্কর শাসক-বিরোধী শিবিরে। প্রতিটি রাউন্ডে সাপ-সিঁড়ির খেলায় বেশ জমে উঠেছে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল। দুই কেন্দ্রেই তৃণমূল বিজেপির তারকা প্রার্থীর সমাহার। প্রাথমিক ট্রেন্ডে শুরু থেকেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তবে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপির টক্কর বেশ জমে উঠেছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জ বিধানসভায় এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয়। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভায় তাৎপর্যপূর্ণ ভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম দ্বিতীয় স্থানে, কংগ্রেস তৃতীয়, আর বিজেপি পুরো ব্যাকফুটে চতুর্থ স্থানে। বালিগঞ্জ বিধানসভার ফলাফলের ট্রেন্ড দেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয়র মন্তব্য, বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ। তবে সিপিএমের উত্থানে চরম উন্মাদনা লাল শিবিরে।

অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রে সকাল থেকেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমানে টক্কর চলছে। কখনও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এগিয়ে, আবার কখনও তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আসানসোলে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা।

গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, দুই আসনেই ঘাসফুল শিবিরের জয়ের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ভালোই ব্যবধান বাড়াচ্ছে। আসানসোলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির টক্কর চলছে, তবে বালিগঞ্জে চূড়ান্ত ব্যাকফুটে বিজেপি। দ্বিতীয় স্থানে বামেরা লড়াই করছে। তবে গণনার চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আরও কিছুটা সময় লাগবে।