গণনায় কারচুপি হয়েছে, আমরা ১০০ এর বেশি আসন পেতাম, বিস্ফোরক শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/05/2021   শেষ আপডেট: 06/05/2021 8:36 a.m.
-

প্রতিটি ইভিএম পুনর্গণনা করার দাবি জানিয়ে আদালতে যাওয়ার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী

রাজ্যে ঠিক হবে ভোট গণনা করা হয়নি, যদি ঠিকভাবে ভোট গণনা করা হতো তাহলে আমরা ১০০ র বেশি আসন পেতাম। নির্বাচন কমিশন গণনায় সম্পূর্ণ ফেল করেছে। এই কারণেই কমসংখ্যক আসন পেয়েছি আমরা। ভোট গণনা পরবর্তী সময়ে বিজেপির ১০০ এর কমিশন পাওয়া নিয়ে এবারের নির্বাচন কমিশনকে তোপ দাগলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন যদি আমরা হেরেও যাই, তাহলেও আমরা ১০০ এর বেশি সিট পেতাম। এই নিয়ে আমরা আদালতে যাব। এদিন রাজ্য বিজেপির সদরদপ্তর মুরলীধর লেনে একটি ধরণা রাখা হয়। এ ধর্নায় অংশগ্রহণ করেছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর সহ আরো অনেক বিজেপি নেতা।

সেখানেই শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, "কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট অনেকটা শান্তিপূর্ণ হয়েছিল কিন্তু গণনার নাম করে কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গণনা কেন্দ্রে বিজেপি এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। গণনায় কারচুপি হয়েছে এবং তার ফলেই বিজেপির আসন সংখ্যা এতটা কমে গিয়েছে। সরকার গড়তে না পারলেও আমরা অনেক বেশি আসন পেতাম।" এছাড়াও শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন করোনা সংক্রমণ থাকার কারণে দূরত্ব বিধি মেনে নিয়ে চলাচলের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। প্রতিটি টেবিলে ৬ ফুট করে দূরত্বে থাকার কারণে অনেক জায়গায় এজেন্টরা সঠিক ফলাফল দেখতে পাননি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও পুনর্গণনার দাবি জানিয়ে বিজেপি নেতা বলেছেন গণনায় কমিশন ব্যর্থ হয়েছে।