আপলোড করা নম্বরে গরমিল থাকলেই স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/06/2021   শেষ আপডেট: 19/06/2021 8:34 p.m.

করোনা ভাইরাসের কারণে পরীক্ষা বন্ধ হয়ে গেছে তাই বিকল্প ব্যবস্থার চিন্তা করছে রাজ্য সরকার

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার মূল্যায়ন হবে সম্পূর্ণ একটা অন্য পদ্ধতির ব্যবহারে। আর এই মূল্যায়নের জন্য আলাদা পথ বাতলে দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং সংসদ। জানানো হয়েছে নবম শ্রেণীতে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর পর্ষদ এর ওয়েবসাইটে আপলোড করতে হবে স্কুলগুলিকে। কিন্তু অনেক স্কুল এমন থাকতে পারে যারা নিজেদের পড়ুয়াদের বেশি নম্বর দিয়ে দিতে পারে। তাই যেকোনো রকম অস্বচ্ছতা এবং সামান্য রকম গরমিল যেন না থাকে সেই জন্য স্কুলগুলির জন্য জারি করা হলো একটি নতুন বিধান।

মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল যদি এই নম্বরের মধ্যে সামান্যতম গরমিল থাকে তাহলেও ওই স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে প্রত্যেকটি স্কুলের কাছে এই হুঁশিয়ারি পাঠিয়ে দেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে আগামী ২৪ জুনের মধ্যে ছাত্র-ছাত্রীদের নবম শ্রেণীতে প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে আপলোড করতে হবে স্কুলগুলিকে। আপনারা সকলেই জানেন করোনা ভাইরাসের কারণে এই বছরের রেজাল্ট তৈরি হবে অন্যভাবে। মাধ্যমিকের মার্কশিট তৈরি করার জন্য নবম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের অর্ধেক এবং দশম শ্রেণীর ফরমেটিভ ইভালুয়েশন এর প্রাপ্ত নম্বরের ৫ গুন করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রেজাল্ট তৈরি করা হবে।