সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৪৫ লক্ষ পড়ুয়াদের স্কলারশিপ দেবে বলে ঘোষণা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/11/2020   শেষ আপডেট: 29/11/2020 1:21 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial

একদম নীচু ক্লাস থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত এই বৃত্তি প্রদান করা হবে ছাত্র ছাত্রীদের।

নবান্ন সূত্রে খবর মমতা বন্দোপাধ্যায়ের সরকার এ রাজ্যের সংখ্যা লঘু সম্প্রদায়ের প্রায় ৪৫ লক্ষ পড়ুয়াদের স্কলারশিপ দিতে চলেছে। গত বছরেরও প্রায় ৪২ লক্ষ সংখ্যালঘু পড়ুয়াকে এই স্কলারশিপ দিয়েছিল রাজ্য সরকার। এই স্কলারশিপ পেতে হলে পড়ুয়াদের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক এবং সেই সঙ্গে পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার নীচে। এই স্কলারশিপের অন্তভুক্ত প্রত্যেক পড়ুয়া তাদের ক্লাস অনুযায়ী মাসে প্রায় ১৫০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাবে। প্রতি মাসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই নির্দিষ্ট পরিমাণ বৃত্তি ঢুকে যাবে। তার জন্য রাজ্য সরকারে এই স্কলারশিপ সংক্রান্ত সংশ্লিষ্ট দফতরে ছাত্র ছাত্রীদের আবেদন জানাতে হবে।

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান পি বি সেলিম জানিয়েছেন, নীচু ক্লাস থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত সকলে যাতে এই বৃত্তি পেতে পারে সেই জন্য সরকার সদা সচেষ্ট। আগষ্টের ১ তারিখ থেকে এই স্কলারশিপ সরকার ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছচ্ছে। ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রায় ৫০ লক্ষ পড়ুয়াকে এই স্কলারশিপের অন্তভুক্ত করতে চাইছে রাজ্য সরকার।