বিশ্বভারতীতে লেকচার "বিজেপি কেন হেরে গেল", জল্পনা তুঙ্গে নেট দুনিয়ায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/05/2021   শেষ আপডেট: 12/05/2021 5 p.m.
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - visvabharati.ac.in

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

ভোট পরবর্তী সময়কালে ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)। শিক্ষামহলে তাঁদের একটি সেমিনার নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। জানা গিয়েছে ওই লেকচার সিরিজে বক্তৃতার বিষয় ছিল "কেন বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ভোটে জিততে পারল না"! এমনকি লেকচারের বিষয় ছাপিয়ে এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিষয়ে বক্তৃতা দেবেন নীতি আয়োগের যুগ্ম পরামর্শদাতা অধ্যাপক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। স্বাভাবিকভাবেই এই খবর জনসমক্ষে আসতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি কোন প্রতিক্রিয়া না জানালেও দলীয় কিছু নেতা কটাক্ষ করে বলেছেন, "দিদি তো কবেই বলে দিয়েছেন, উপাচার্য আরএসএস এর লোক। তার নেতৃত্বে রবীন্দ্রনাথের হাতে গড়া প্রতিষ্ঠানকে হিন্দুত্ববাদের ল্যাবরেটরি বানানোর চক্রান্ত চলছে।" তৃণমূল ছাড়া বামেরাও এই বিষয়ে সরব হয়েছে। এসএফআই এর এক নেতা বলেন, "বক্তৃতার বিষয় শুনে বোঝা যাচ্ছে না এটা বিশ্ববিদ্যালয়ের লেকচার সিরিজ নাকি বিজেপির রাজ্য কমিটির অ্যাজেন্ডা।"