২০২১ এ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলাতে সরকার গড়বে বিজেপি, দাবি অমিত শাহের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/12/2020   শেষ আপডেট: 21/12/2020 6:34 a.m.
বোলপুরের রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এদিন কোনো মন্তব্য করেনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্

বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আটকাতে আগামী বিধানসভা নির্বাচন জিততে মরিয়া বিজেপি। রবিবার বোলপুরের ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ্। বীরভূম, অনুব্রত মন্ডলের দুর্গে রীতিমত বিজেপি কর্মীরা দৌরাত্ম্য দেখান। গেরুয়া পতাকা, গেরুয়া বেলুন দিয়ে ছেয়ে দেওয়া হয় চারিদিক।

স্থানীয় অঞ্চল এবং পাশ্ববর্তী অঞ্চল থেকে মানুষ যোগ দেন এই রোড শো তে। এই রোড শোয়ে বিশাল জনসমাগম দেখে অমিত শাহ্ বলেন, ২০২১ এ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। তিনি আরও বলেন, "এই পরিবর্তন মুখ্যমন্ত্রীর পরিবর্তন নয়। বর্তমান সরকারের পরিবর্তে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা তাদের একমাত্র উদ্দেশ্য নয়। এই পরিবর্তন বাংলার উন্নয়নের পরিবর্তন,বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আটকানোর পরিবর্তন, রাজনৈতিক দলাদলি বন্ধের পরিবর্তন, সর্বোপরি ভাইপোর দাদাগিরি বিনষ্ট করার পরিবর্তন"।

এদিনকার সভায় নাগরিকত্ব আইন নিয়ে কোন মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়েরা এই নিয়ে কথা বললেও চুপ ছিলেন অমিত শাহ্। পরে অবশ্য তিনি জানান, যে এই অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী বিষয়ক কোন আলোচনা অপ্রাসঙ্গিক।