টাকা দিলেই মিলছে নকল কোভিড রিপোর্ট, পুলিশের জালে হাওড়ার দুই ল্যাবকর্মী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/04/2021   শেষ আপডেট: 30/04/2021 11:49 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

১ লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেওয়া সম্ভব না বলে জানাচ্ছে একাধিক রাজ্য

ভারতে প্রায় প্রতিদিন করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এখন প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। গোটা ভারতের বিভিন্ন রাজ্যের মতই সংক্রমনের প্রকোপে নাজেহাল বাংলার মানুষ। বাংলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন। মৃত্যু হয়েছে ৭৭ জনের। এরকম ভয়াবহ পরিস্থিতির মাঝে বাংলার হাওড়া জেলায় শুধুমাত্র টাকা দিয়ে করোনা পজিটিভ ও নেগেটিভ দুই রিপোর্ট পাওয়া যাচ্ছে। রিপোর্ট পজিটিভ আসবে না নেগেটিভ আসবে তাও ঠিক করতে পারবেন আপনি। আসলে গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ল্যাবের দুই কর্মী অতিরিক্ত টাকা নিয়ে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত রিপোর্ট বানিয়ে দিচ্ছিল। তারা সেই রিপোর্টে হাসপাতালের প্যাড, স্টাম্প জাল করে ব্যবহার করছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের জালে পড়েছে ওই দুই জালিয়াতি কর্মী। অভিজিৎ মাইতি এবং অমিত লাহা নামক ওই দুই কর্মীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১ লা মে থেকে রাজ্য তথা দেশজুড়ে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হবে। কিন্তু এই সময় একের পর এক রাজ্য অভিযোগ জানাতে যে তাদের হাতে পর্যাপ্ত টিকা মজুত নেই। টিকার অভাব জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে দিল্লি, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যগুলি। তবে তারা সকলেই জানিয়েছে ৪৫ বছরের উর্ধ্বে যেমন টিকাকরণ চলছিল তেমন চলবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যে টিকা এলে ১৮ বছরের ঊর্ধ্বের টিকাকরণ শুরু করা হবে।