বিজেপির পতাকায় ঢাকা তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কোচবিহারে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/12/2020   শেষ আপডেট: 24/12/2020 6:42 p.m.

বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরেই এই খুন হয়েছে।

কোচবিহারের এক তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। ওই তৃণমূল কর্মীর মুখ বিজেপির পতাকা দিয়ে ঢাকা দেওয়া ছিল। বৃহস্পতিবার কোচবিহার জেলার তুফানগঞ্জের ২নং ব্লকের বক্সিরহাট থানা এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খালেক মিয়া নামে ওই ব্যাক্তির দেহে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় কোচবিহার থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তৃণমূল জানিয়েছে খালেক তাঁদের সক্রিয় কর্মী। এবং বিজেপিই এই খুন করেছে। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরেই এই খুন হয়েছে। তাদের দিকে অভিযোগের আঙুল তুলতে তৃণমূলই ইচ্ছে বিজেপির পতাকা মৃতের মুখের ওপর দিয়ে দিয়েছে।