১১ দিন পর উদ্ধার তৃণমূল কর্মীর মুন্ডুহীন দেহ, অভিযোগের তীর তৃণমূলের দিকেই, চাঞ্চল্য মালদায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/05/2022   শেষ আপডেট: 25/05/2022 4:08 p.m.

হরিশচন্দ্রপুরের কাতলামারি গ্রামে তৃণমূলীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল

১১ দিন ধরে নিখোঁজ তৃণমূল কর্মী। অপহরণের অভিযোগ উঠেছিল দলের‌ই লোকের বিরুদ্ধে। এবার তাঁর মুন্ডুহীন দেহ উদ্ধার হল বিল থেকে। ঘটনা মালদার হরিশচন্দ্রপুর এলাকার। স্বভাবত‌ই এরুপ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম আব্দুল বারেক। কেবলমাত্র ধর দেখে নাম শনাক্ত করতে হয়েছে তার। কাটা মুন্ডুর খোঁজ এখন‌ও চলছে।

স্থানীয় সূত্রে খবর, হরিশচন্দ্রপুরের কাতলামারি গ্রামে তৃণমূলীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। বহুদিন যাবৎ তৃণমূলের দুই তাবড় নেতা আব্দুল বাসির ও উনসা হকের মধ্যে মতবিরোধ চলছিল। ছয়মাস আগে পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে গোলাগুলি পর্যন্ত চলে, এছাড়াও মাঝেমাঝেই ছোটবড় গোলমাল বাঁধত শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে।

অভিযোগ, উনসা হকের কর্মী আব্দুল বারেককে মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে যায় আব্দুল বাসেরের লোকজন। তারপর ১১ দিন কোনো খোঁজ মেলেনি তার। অপহৃতের স্ত্রী সাইমা বিবি আব্দুল বাসিরের লোকদের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন। এরপর তদন্তে নামে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। গতকাল একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ মৃতদেহ উদ্ধারের পর আর‌ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।