তৃণমূল কার্যালয়ে ভাঙচুর নন্দীগ্রামে, অভিযোগের তীর বিজেপির দিকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/03/2021   শেষ আপডেট: 31/03/2021 4:07 p.m.
তৃণমূল-বিজেপি

নির্বাচনের আগের দিন তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। রাত পোহালেই আগামীকাল দ্বিতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। এই দ্বিতীয় দফা নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বনাম শুভেন্দুর। তবে মহাযুদ্ধের আগের দিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে তৃনমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল। জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার সকালে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের আমগেছিয়ায় তৃনমূল কার্যালয়ের ওপর হামলা চালানো হয়। সেখানে ব্যাপক ভাঙচুর করা হয় এবং শাসকদলের পতাকা ছিঁড়ে ফেলা হয়। এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়। তৃণমূল অভিযোগ জানিয়েছে যে এই কাজ বিজেপি করেছে।

তবে অন্যদিকে বিজেপি অভিযোগের দায় স্বীকার করেনি। স্থানীয় বিজেপি নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই এই ঘটনার সাথে বিজেপির কোন যোগ নেই। বরং তৃণমূল কর্মীরা নিজেই ভাঙচুর করে বিজেপির দিকে নির্বাচনের আগের দিন আঙুল তুলছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের আগের দিন রীতিমতো কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে। গতকাল রাত থেকেই জারি হয়েছে ১৪৪ ধারা। আকাশপথে চলছে হেলিকপ্টারের নজরদারি। সড়কপথে নির্বাচন কমিশনের তরফ থেকে নাকা চেকিং চলছে। একপ্রকার কালকের হাইভোল্টেজ লড়াইয়ের জন্য রীতিমতো থমথমে গোটা নন্দীগ্রাম চত্বর।