আলিপুরদুয়ারে তৃণমূলে কোন্দল— বহিষ্কৃত দলের জেলা সহ সভাপতি এবং আরও এক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/12/2020   শেষ আপডেট: 01/12/2020 3:26 a.m.
-

জেলার নবগঠিত কমিটির প্রথম বৈঠকের পরই ঘটলো এই ঘটনা

“দলবিরোধী কাজ এবং সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার অপরাধে নিরঞ্জন দাস এবং সঞ্জয় দাসকে শো কজ করে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো অবধি ওঁরা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না।”—সোমবারের ঘটনা নিয়ে বলছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী।

সোমবার আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে ছিলো জেলার নবনির্মিত কমিটির প্রথম বৈঠক। তারই মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান জেলা তৃণমূলের সহ সভাপতি নিরঞ্জন দাস। এরপর বাইরে থাকা সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দেন তিনি। এমনকি অন্য দলে যোগ দেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি। নিরঞ্জন দাস দাবি করেন তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তিনি দলের নেতাদের গরহাজির থাকা নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে অপমান করা হয়েছে।

এই ঘটনার পরেই মৃদুল গোস্বামী- নিরঞ্জন দাস এবং ফালাকাটা ব্লকের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস সম্পর্কে দলের অবস্থান জানান।