তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর বিজেপির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/11/2020   শেষ আপডেট: 23/11/2020 3:05 p.m.

ব্যাপক অশান্তি ভগবানপুরে

সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে সন্ত্রাস সৃষ্টিরই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, রবিবার, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে৷

এদিন তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে ভারতী ঘোষের নেতৃত্বে বিজেপির বাইক র্যালি ছিল ভগবানপুরের ভূপতিনগরে৷ অভিযোগ, মাধাখালি যাওয়ার পথে এক্তারপুর বাসস্ট্যান্ডে তৃণমূলের পার্টি অফিসে আচমকা হামলা চালায় মিছিলের লোকজন৷ ভাঙচুর করে অফিস৷ ছবি তুলছিলেন যে সাংবাদিকরা, আক্রমণ করা হয় তাঁদেরও৷ এক সাংবাদিককে রাস্তায় ফেলে বাঁশপেটা করা হয়৷ টুকরো টুকরো করে দেওয়া হয় তাঁর ফোন ও হেলমেট৷ পরে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়৷

এদিকে এই অশান্তির দায় তৃণমূলের ওপরেই চাপিয়েছেন বিজেপি নেতারা৷ তাদের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি জানিয়েছেন, বাইক র্যালির ওপর বারবার হামলা চালায় তৃণমূল৷ ভারতী ঘোষের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলা হয়৷ এক্তারপুরের পার্টি অফিস থেকেও হামলা চালানো হচ্ছিল বলেই বিজেপি সেখানে পাল্টা হামলা চালায়৷ তৃণমূলের জেলা মুখপাত্রের মন্তব্য– এই হামলার পিছনে রয়েছে বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, যা থেকে বাদ যাননি সাংবাদিকরাও৷ অভিযুক্তদের গ্রেপ্তারি দাবি করেছেন তিনি৷