চাকদহে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, জীবন বাঁচাতে কাতর আর্তি এই তৃণমূল নেতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/05/2022   শেষ আপডেট: 09/05/2022 10:41 a.m.

গোষ্ঠী কোন্দলের জেরেই কি এই ঘটনা? শুরু হয়েছে তদন্ত

ফের দুষ্কৃতীদের গুলির শিকার তৃণমূল (TMC) নেতা। কাজ সেরে বাড়ি ফেরার পথে আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হলেন নদিয়ার (Nadia) চাকদহের এক তৃণমূল নেতা। সূত্রের খবর, এই তৃণমূল নেতার গলায় গুলি লাগে। বর্তমানে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

গুরুতর জখম এই তৃণমূল নেতার নাম নারায়ণ দে। তিনি চাকদহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। আচমকাই একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে গলায়। তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এমন ঘটনার কারণ কী? পরিবার সূত্রে খবর, এর আগেও তাঁর উপর বেশ কয়েকবার হামলা হয়েছে। স্থানীয় একজন দুষ্কৃতী তাঁকে মাঝে মাঝেই ভয় দেখাতেন। এ কাজ সেই দুষ্কৃতীর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। এইভাবে প্রকাশ্যে গুলির ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।