বিজেপি সমর্থকদের কান ধরে উঠবস করানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, বিতর্ক রাজনৈতিক মহলে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/05/2021   শেষ আপডেট: 22/05/2021 8:43 p.m.
তৃণমূল-বিজেপি

বর্ধমানের এই ঘটনা বিজেপি এবং তৃণমূলের মধ্যে তৈরি করেছে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি সমর্থককে শাস্তি দিতে গিয়ে নজিরবিহীন ঘটনা তৃণমূল নেতার। তৃণমূল নেতা দাবি করেছেন, ওই দুই বিজেপি সমর্থক যুবক তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার জন্য উদ্যত ছিল। তার জন্য ওই দু'জন বিজেপি সমর্থককে সামান্য শাস্তি দিয়েছেন তৃণমূল নেতা। একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জেলা বিজেপি দাবি করেছে, উনি যে রকম কাজ করেছেন, সেটা অত্যন্ত অপমানজনক কাজ। অন্যদিকে পাল্টা তৃণমূল নেতা অশোক মণ্ডল বলেছেন, ওই দুজন তৃণমূলের পার্টি অফিসে হামলা চালিয়েছিল, তাই তিনি তাঁদের শাস্তি দিয়েছেন।

কিন্তু ঘটনাটা আসলে কি ঘটেছে। দিন কয়েক আগে বর্ধমানের গুডশেডস রোডে একটি জায়গায় দুইজন বিজেপি সমর্থককে দাঁড় করিয়ে তাঁদেরকে কান ধরে উঠবস করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা অশোক মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে আগুনের মত ভাইরাল হতে শুরু করে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অশোক মন্ডল ওই ২ যুবককে কান ধরে উঠবস করতে হুঁশিয়ারি দিয়েছেন। সঙ্গেই তাদের হুঁশিয়ারি দেন, মন দিয়ে তৃণমূল করতে হবে। এই নিয়ে বিজেপির আহ্বায়ক কল্লোল নন্দন জানিয়েছেন, 'এই দুজন সরাসরিভাবে বিজেপি কর্মী সক্রিয়ভাবে না হলেও, তারা আমাদের সমর্থক। তৃণমূল না করার জন্য চাপ দিয়ে তাদেরকে কান ধরে উঠবস করানো হয়েছে। এই ব্যাপারটি অত্যন্ত অপমানজনক এবং ন্যক্কারজনক।'