বর্ধমানে তৃণমূল প্রার্থী ও কর্মীদের মারধর বিজেপির, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল গোটা এলাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/04/2021   শেষ আপডেট: 18/04/2021 5:45 p.m.
তৃণমূল-বিজেপি

গতকাল শনিবার রাতে পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুর তৃণমূল বিজেপি কর্মীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে। ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বাকি তিন দফা নির্বাচন। তবে নির্বাচনের মাঝেও তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। গতকাল শনিবার রাতে পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুর তৃণমূল বিজেপি কর্মীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। প্রথমে বচসা এবং তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। কার্যত কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। রাতে পরিস্থিতি শান্ত হলেও আবার আজ অর্থাৎ রবিবার সকাল থেকে ফের দ্বন্দ্ব শুরু হয় এবং দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি কর্মীরা।

জানা গিয়েছে গতকাল শনিবার বর্ধমান দক্ষিণ আসনে ভোটগ্রহণের পর রাতের দিকে তৃণমূল নেতা কর্মীদের মারধর করে বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতেই তৃণমূল কর্মীরা অভিযুক্তদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে। আসলে সেখানকার তৃণমূল প্রার্থী খোকন দাস কে তাড়া করে মারা হয় এবং আক্রান্ত হন একাধিক তৃণমূল কর্মী। এমনকি তাদের বাড়ি ভাঙচুর করা হয়। রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ জরালে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রীতিমতো থমথমে হয়ে আছে গোটা এলাকা।