পিকনিকে "জয় শ্রীরাম" গান চালানোয় সংঘর্ষ তৃণমূল বিজেপির, ঘটনা ঘিরে উত্তেজনা হুগলিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/01/2021   শেষ আপডেট: 31/01/2021 9:28 p.m.
তৃণমূল-বিজেপি

ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি

বাংলা বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক হিংসা। একদিকে নেতা-মন্ত্রীরা বারংবার বাক যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন, ঠিক অন্যদিকে দলীয় কর্মী তথা সর্মথকরা মাঝেমাঝেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এবার পিকনিকে "জয় শ্রীরাম" গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জোরালো তৃণমূল বিজেপি। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে হুগলির বলাগড়ে। জানা গিয়েছে, স্থানীয় অঞ্চলের বিজেপি নেতা ও কর্মীরা শনিবার সবুজ দ্বীপে পিকনিকের আয়োজন করেছিল। সেখানে তিনি পিকনিক চলাকালীন হৈ হুল্লোড় করতে করতে বিজেপি সমর্থকরা জয় শ্রী রাম গান চালায়। তখনই তৃণমূল নেতারা গান বন্ধ করার জন্য হুমকি দেয়। প্রথমে বচসা শুরু হয় এবং তা শেষ পর্যন্ত হাতাহাতিতে গিয়ে অবতীর্ণ হয়। রাত দেড়টা অব্দি অশান্তি চলে। তবে গভীর রাতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার প্রতিবাদে আজ অর্থাৎ রবিবার দুপুরে বলাগড়ের জিরাট বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মীরা পথ অবরোধ করে। তারা পথ অবরোধ করে অভিযুক্তদের শাস্তি দাবি করে। দীর্ঘক্ষন প্রচেষ্টার পর পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয়। এই বিষয়ে বিজেপির বলাগড় মন্ডল সভাপতি অলক কুণ্ডু জানিয়েছেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পিকনিক চলার সময় আমাদেরকে মারধর করে। মহিলা কর্মীদের শ্লিলতাহানি করে। এই বিষয়ে আমরা পুলিশকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করা হয়েছে।"