এবার ১০০টি মাদ্রাসায় পড়ানো হবে ভাগবত গীতা ও রামায়ণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/03/2021   শেষ আপডেট: 03/03/2021 8:54 p.m.
মাদ্রাসা ছবি সংগৃহীত

ভবিষ্যতে ৫০০টি মাদ্রাসায় চালু হবে এই বিষয়ে পাঠদান

এবার ১০০টি মাদ্রাসায় পড়ানো হবে ভাগবত গীতা ও রামায়ণ। ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং’-এর (NIOS) অন্তর্গত মাদ্রাসাগুলিতে অন্তর্ভুক্ত হবে প্রাচীন ভারতীয় দর্শন এবং ঐতিহ্য নিয়ে পাঠ্যক্রম। এদিন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের তরফে এই নয়া পরিবর্তনের কথা ঘোষণা করা হয়। NIOS-এর চেয়ারম্যান সরোজ শর্মা জানিয়েছেন, "আপাতত ১০০টি মাদ্রাসায় তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে থাকছে গীতা-রামায়ণ। ভবিষ্যতে ৫০০টি মাদ্রাসায় চালু হবে এই বিষয়ে পাঠদান।"  জানা গেছে, এতে বেদ, যোগ, বিজ্ঞান, রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যের বিষয়েও পাঠ থাকবে।

উল্লেখ্য, কেন্দ্রের নয়া শিক্ষানীতি মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এই পাঠ্যক্রম উন্মোচন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল। বলাবাহুল্য, প্রায় ৩৪ বছর পর বদল এল নয়া জাতীয় শিক্ষানীতিতে। পাশাপাশি বদল ঘটানো হয়েছে উচ্চশিক্ষা ব্যবস্থায়। এমনকি, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হয়েছে শিক্ষামন্ত্রক। তবে নয়া জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছে দশম বা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা।