বীরভূমে বাজ পড়ে মারা গেলেন তিনজন, গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/06/2021   শেষ আপডেট: 30/06/2021 6:39 a.m.
বজ্রপাত https://indiaultimate.org/en_in/lightning-protocol

বারবার বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটতে থাকায় আতংকিত সাধারণ মানুষ

আরো একবার বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটলো বীরভূমে। বীরভূমে চাষের মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল প্রহ্লাদ মন্ডল নামের একজন কৃষকের। সেই সময় প্রহ্লাদ এর সঙ্গে একজন মহিলা ছিলেন যিনি বাজের আঘাতে অত্যন্ত গুরুতর আহত হয়েছেন। তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদবাজারে শ্রীকান্তপুরে আরও দু'জনের মৃত্যু হয়েছে বাজ পড়ে। খবর অনুযায়ী মোহাম্মদ বাজারের শ্রীকান্তপুর মোড়ে থাকা একটি ইউক্যালিপটাস গাছে বাজ পড়ে আগুন ধরে যায় এবং গাছটি গিয়ে পরে সোজা পথচলতি দুজনের উপরে। তাদের দুজনের নাম তৌহিদ অন্সারি এবং আনন্দ কর্মকার। ঘটনাস্থলে দুইজন মারা যায়।

গতকাল সপ্তাহজুড়ে রাজ্যে বজ্রাঘাত এর মৃত্যুর ঘটনা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই একদিনের ২৭ জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। বীরভূমে বেশ কয়েকবার বাজ পড়ে মানুষের মৃত্যু হয়েছে। বারবার এই প্রাকৃতিক দুর্যোগের কারণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বীরভূমের মানুষজন। তারপরে একই দিনে তিনজনের মৃত্যু বাজ পড়ে, স্বভাবতই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।