দিল্লি না পাঠানোয় আইপিএসদের সরাসরি বদলির নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/12/2020   শেষ আপডেট: 18/12/2020 6:24 a.m.
ছবিতে (বাঁদিক থেকে) রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পান্ডে। -

চব্বিশ ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে হবে নাড্ডায় অভিযুক্ত অফিসারদের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আগেই নবান্নে চিঠি দিয়ে দিল্লিতে ডেকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল নাড্ডা হামলায় অভিযুক্ত রাজ্যের তিন আইপিএস অফিসারকে। রাজ্যের বিরুদ্ধাচরণে এবার বৃহস্পতিবার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পান্ডে নামক তিন অফিসারকে ভিন রাজ্যে বদলি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

যদিও রাজ্য সরকার পাল্টা চিঠিতে জবাব দিয়েছে যে তাদের ছাড়া হবেনা, তবে এদিনের কেন্দ্রীয় সরকারের চিঠিতে ২৪ ঘন্টার মধ্যে তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব মিশ্রকে পাঁচ বছরের জন্য আইটিবিপি অর্থাৎ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, প্রবীণ ত্রিপাঠীকে তিন বছরের জন্য এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল ও ভোলানাথ পান্ডেকে বিআরডি বা ব্যুরো অব পুলিশ রিসার্চে তিন বছরের জন্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা। যদিও রাজ্য সরকারের 'নো অবজেকশন সার্টিফিকেট' ছাড়া অন্য কোথাও ডেপুটেশনে যেতে পারেননা অফিসাররা এবং এই সার্টিফিকেটই দিতে অসম্মত ছিল রাজ্য। তবে কেন্দ্র শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেনি, তাঁরা ভিন রাজ্যের সংশ্লিষ্ট পদে নিয়োগও করেছে ওই তিনজনকে, তাই এখন রাজ্যের আপত্তি আর কার্যকর হবেনা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।