নববর্ষের দিন সুখবর শোনালো হাওয়া অফিস! চলতি সপ্তাহে বৃষ্টি হবে রাজ্যের এই জেলাগুলিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/04/2021   শেষ আপডেট: 15/04/2021 11:17 p.m.

আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

আজ বাংলা নববর্ষ। তবে নতুন বছর শুরু হয়েছে তপ্ত দুপুরকে সঙ্গী করে। শেষ এক সপ্তাহ চৈত্রের দাবদাহে পুড়ছে গোটা শহর। কিন্তু এরই মাঝে নববর্ষের দিন বিকেলের দিকে খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এই জেলাগুলিতে। এছাড়া বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে বৃষ্টির সাথে সাথে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। তবে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। কলকাতাবাসীর ভাগ্যে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রী সেলসিয়াস এবং কলকাতার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি বছরের মার্চ মাসে রেকর্ড গরম পড়েছিল কলকাতায়। এমনকি গত ১২১ বছরের উষ্ণতার নিরিখে চলতি বছরে কলকাতার মার্চ মাস তৃতীয় স্থানে আছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হলে তাপমাত্রার পারদ অনেকের নামবে। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সম্প্রতি দাবদাহ থেকে বাঁচার কোন উপায় দেখা যাচ্ছে না।