সকাল থেকেই মুখভার কলকাতার আকাশ, দুই বঙ্গেই ভারি বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/08/2021   শেষ আপডেট: 13/08/2021 9:18 a.m.

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি হলুদ সতর্কতা, পাহাড়ে বাড়ছে ভূমিধস

দিন কয়েক আগের ভারি বৃষ্টির রেশ বোধহয় এখনও কাটেনি। শহর কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় এখনও রয়েছে জমা জলের ভোগান্তি। এর মধ্যেই আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। শুক্রবার কলকাতায় যেকোন সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় এই অস্বস্তিকর অবস্থা থাকবে বলে জানা গেছে।

এদিকে উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে। বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। এরফলে উত্তরবঙ্গের একাধিক জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা। অতিরিক্ত বৃষ্টির জেরে দার্জিলিঙের একাধিক জায়গায় ধস নেমেছে। নদীগুলোর জলস্তর বেড়ে গেছে। বহু নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এমনকী নদী তীরবর্তী গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। এমন অবস্থা চলতে থাকলে উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি তৈরি হবে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এখনও জলের তলায়। গত কয়েক দিনে বৃষ্টি না হওয়ায় কিছুটা জলস্তর কমলেও এখনও বেশ কয়েকটি জেলার জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা কিংবা হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর প্রভৃতি এলাকা থেকে জল পুরোপুরি এখনও নামেনি। দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন তীরবর্তী অঞ্চলগুলি এখনও জলমগ্ন। বৃষ্টির জল কমলেও নদীর জলের চাপে এখনও বেশিরভাগ এলাকাই জলমগ্ন। এরমধ্যেই আজ থেকেই ফের বৃষ্টির পূর্বাভাস। এমন অবস্থায় ফের ভাসতে চলেছে বাংলা বলছেন একাংশ।

উত্তরবঙ্গের দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জায়গায় শনিবার জারি হয়েছে হলুদ সতর্কতা। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কারণে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। স্বাধীনতা দিবসের আগেই উত্তরবঙ্গে জারি বন্যা সতর্কতাও। কারণ ভারি বৃষ্টি এবং নদীর জলস্তর বাড়ায় সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।