মৃতদেহ সৎকার করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত অন্তত ১৭

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/11/2021   শেষ আপডেট: 28/11/2021 8:22 a.m.

দুই লরির মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনার কবলে শ্মশানযাত্রী বোঝাই লরি

মৃতদেহ সৎকার করতে গিয়ে দুর্ঘটনার কবলে শ্মশানযাত্রী বোঝাই লরি। দুই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ১৭, আহত হয়েছেন বহু মানুষ। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া।

ঘটনাটি নদিয়ার হাঁসখালি-কৃষ্ণনগর জাতীয় সড়কের ফুলবাড়ি এলাকায়। শনিবার রাত ১২ টা নাগাদ এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সূত্রে খবর, উত্তর ২৪ পরগণা থেকে মৃতদেহ নিয়ে সৎকারের উদ্দেশ্যে যাচ্ছিল একটি লরি। যে লরিতে মৃতদেহের সঙ্গে আরও অসংখ্য মানুষ ছিলেন। হাঁসখালি-কৃষ্ণনগর সড়কের ফুলবাড়ি এলাকায় আর একটি লরির সঙ্গে সেই শ্মশানযাত্রী বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত কয়েকজনের অবস্থা অতি আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে খবর, ফুলবাড়ি এলাকায় রাত ১২ নাগাদ এই ঘটনা ঘটে। শীতের রাতে সকলে যখন ঘরে আছেন, সেই সময় প্রচন্ড শব্দে অনেকেই দৌড়ে বেরিয়ে আসেন। ততক্ষণে দুই লরির মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কয়েকজন যন্ত্রণায় কাতরাতে থাকেন। তখন স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় অচিরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে যায়। শীতের রাতেও অসংখ্য মানুষ বেরিয়ে আসেন। দু'টি লরির গতিবেগ ছিল নিয়ন্ত্রণের বাইরে। তাই মুখোমুখি সংঘর্ষে এমন বড়সড় দুর্ঘটনা, বলছেন স্থানীয় কিছু মানুষ।