"মলমূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না", কমিউনিস্ট বক্তব্য তুলে "দলবদলুদের" কটাক্ষ তথাগতর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/06/2021   শেষ আপডেট: 11/06/2021 3:49 p.m.
তথাগত রায় facebook.com/tathagata2

মুকুল রায়ের পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্ত ঘাসফুল শিবিরে ফিরে যেতে পারেন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে একের পর এক তৃণমূল নেতা দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। তাঁরা ভেবেছিলেন এবার বাংলায় বিজেপি (BJP) ক্ষমতায় এলে তাঁদের আবার সুসজ্জিত রাজনৈতিক ক্যারিয়ার তৈরি হবে। কিন্তু ভোলবদল করে দিল বিধানসভা নির্বাচনের ফলাফল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুশোর বেশি আসনে জয়লাভের পর দলত্যাগী তৃণমূল (TMC) নেতারা আবারও পুরনো ঘাসফুল শিবিরে ফিরে আসার প্রচেষ্টা করছেন। এর মধ্যেই জানা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা একুশে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগরের জয়ী বিজেপি বিধায়ক মুকুল রায় (Mukul Roy) তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সেইসাথে বেশ কয়েকদিন ধরেই মুকুল রায়ের সাথে সখ্যতা বেড়েছে সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। মনে করা হচ্ছে মুকুল রায় বিজেপি ত্যাগ করলে সেই পথেই হাঁটবেন সব্যসাচী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়।

এমন পরিস্থিতিতে ফের তৃণমূল নেতাদের ঘর ওয়াপসির হিড়িক দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে টুইট খোঁচা দিয়ে ফের খবরের শিরোনামে এসেছেন বিজেপি বর্ষিয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি প্রয়াত সিপিএম নেতার উক্তিকে কাজে লাগিয়ে দলবদলুদের উদ্দেশ্যে কটাক্ষ করেছেন। তিনি টুইট করে লেখেন, "তৃণমূল থেকে বিজেপিতে আস যেসব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। মলমূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবল হয়। ১৯৬৪ সালে যখন কমিউনিস্ট পার্টি ভাঙ্গে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।" তাঁর এই টুইট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলের শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে নির্বাচনের পর যেহেতু দীপেন্দু বিশ্বাস, শিউলি সাহা, সরলা মুর্মু, সোনালী গ্রহ এবং অন্যদিকে শুভ্রাংশু রায়, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত প্রমুখরা তৃণমূল শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, তাই তাদের কটাক্ষ করতেই তথাগত রায় এমন বক্তব্য রেখেছেন।