স্বাস্থ্যসাথীতেও মিললনা পরিষেবা, অসহায় ভাঙড়ের পরিবার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/01/2021   শেষ আপডেট: 02/01/2021 11:27 a.m.
স্বাস্থ্য সাথী কার্ড Twitter @aitcofficial

আমরি হাসপাতালের ঘটনা

জরুরি চিকিৎসায় কলকাতার নামী বেসরকারি হাসপাতালেও মেলেনি স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা। ভাঙড়ের বাসিন্দা ওই রোগীর পরিবারে কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা ফি থেকে পরীক্ষা খরচ, সবেতেই স্বাস্থ্য সাথী পরিষেবা থেকে বঞ্চিত হয়ে অভিযোগ করেন বিডিও অফিসে।

রাজ্যজুড়ে দশ কোটি মানুষের জন্য নিয়ে আসা এই স্বাস্থ্য পরিষেবায় যেকোনো সরকারী বা বেসরকারী হাসপাতাল ও নার্সিং হোমে সর্বাধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত সুবিধা মিলবে বলেই প্রস্তাবিত এই কার্ড। আরজিকরে নিয়ে গেলে শাকিলা বিবি নামে ওই রোগীর হার্টের অবস্থা ভালো নয় বলে জানানো হয় এবং হৃদরোগ বিশেষজ্ঞের অভাবে তাকে আমরিতে নিয়ে আসে পরিবার। সেখানে জরুরি চিকিৎসার জন্য কোনোরকম স্বাস্থ্যসাথী পরিষেবা মিলবে না বলে জানানো হয় এবং দৈনিক প্রায় ৫০ হাজার টাকা চিকিৎসা বাবদ ধার্য করা হয়। এরপর এসএসকেএমে নিয়ে এলে সেখানেও বেডের অভাবে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসার ওষুধ ও কিছু পরীক্ষার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়। বারবার স্বাস্থ্যসাথীর হেল্পলাইন নাম্বারে ফোন করেও কোনো সাড়া মেলেনি। শেষমেশ পুলিশের পরামর্শে বিডিওর কাছে অভিযোগ দায়ের করে শাকিলা বিবির পরিবার। আমরি সূত্রে জানানো হয়েছে স্বাস্থ্য সাথীর পরিষেবাগুলি নিয়ে আলোচনা চলছে এবং কোনো লিখিত অভিযোগ জমা না পড়লেও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ‌