রাজ্যের জেলাশাসকদের বিরুদ্ধে নালিশ জানাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি শুভেন্দুর!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/01/2022   শেষ আপডেট: 23/01/2022 2:06 p.m.
facebook.com/SuvenduWB/

সূত্রের খবর, সোমবারই চিঠি দিতে পারেন শুভেন্দু

দেশের বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের সঙ্গে গতকাল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi, PM)। তবে ওই বৈঠকে গরহাজির ছিলেন রাজ্যের (West Bengal) জেলাশাসকেরা (ডিএম)। কিন্তু কেন? এবার এ বিষয়ে প্রধানমন্ত্রীকে নালিশ করতে চিঠি লিখতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। গতকাল রাতে টুইট করে সরব হয়েছিলেন তিনি। তবে তাতে থেমে যাননি, বরং রবিবারও একটি কর্মসূচিতে যোগ দিতে এসে একই অভিযোগ করেন তিনি।

আজ শুভেন্দুর অভিযোগ, "যাঁরা এই বৈঠকে গরহাজির ছিলেন, তাঁদের বিরুদ্ধে আলাপনের বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যবস্থা নিতে চিঠিতে আবেদন জানাব।"

অন্যদিকে এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী বৈঠকে ডাকলে রাজ্যে ডিএম, সিএম-এর দেখা পাওয়া যায় না। তাঁরা আসেন না বৈঠকে। এ দিকে রাজ্য সরকার ট্যাবলো পাঠাবে। ট্যাবলো যদি কোনও কারণে বাতিল হয় তবে রাজনীতি করবে। এই রাজনীতি কার জন্য করা হচ্ছে, আশা করছি অন্তত বাংলার মানুষের জন্য নয়।"