ভোটের আগে আরো একবার বাম বন্দনা শুভেন্দুর গলায়, উত্তাল রাজ্য রাজনীতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/02/2021   শেষ আপডেট: 05/02/2021 5:49 a.m.
-facebook

শুভেন্দু বললেন, বাম আমলে ভোটে কোনরকম হিংসা হতো না।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল আরো একবার বাম বন্দনা। এবারে একটি জনসভা থেকে বামেদের সম্বন্ধে বেশ ভাল ভাল কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন আমরা তৃণমূলের থেকে অনেক ভাল ছিল। এছাড়াও তিনি বলেন, বাম আমলে ভোটের সময় কোন রকম হিংসার পরিস্থিতি হয়নি। পাশাপাশি, তার দাবি এই দলবদল কিন্তু সাধারণ মানুষ খুব একটা ভালো ভাবে গ্রহণ করছে না।

পুরুলিয়ার এই জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, কেন্দ্রীয় সরকার , রাজ্যের জন্য সঠিক বরাদ্দ নিয়ে এসেছে। এছাড়াও তার বক্তব্য, আগের বিধানসভা ও লোকসভা নির্বাচনে যেরকম ঘটেছিল এরকম কিন্তু এবারে হবে না। যদিও তৃণমূল কংগ্রেস তরফ থেকে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি রিগিং করে ভোট দখল করেছিল।